বুধ. সেপ্টে ২৫, ২০২৪

ঈদ উৎসবে মুন্সীগঞ্জে পল্লী কবি জসীম ‘বেদের মেয়ে’ মঞ্চায়ন


রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:


পবিত্র ঈদ বাংলাদেশের মানুষের কাছে প্রধানধর্মীয় উৎসব। এই উৎসব উপলক্ষে নতুন সিনেমা মুক্তি পায়। টেলিভিশন চ্যানেলগুলোতে নতুন নতুন টিভি নাটকের মেলা বসে। বেড়াতে যাবার ধুম লেগে যায়। আর তখন শুধুই নিশ্চুপ থাকে নাটকপাড়া, নাটকের মিলনায়ত। অথচ ঈদেও নাটকপাড়া সরব হয়ে উঠতে এবার ঈদ উৎসবে মুন্সীগঞ্জে হিরণ কিরণ থিয়েটার ঈদের দ্বিতীয় দিন ১৮ জুন সন্ধ্যা ৭টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে প্রদর্শিত হলো পল্লী কবি জসীম উদ্দীনের ‘বেদের মেয়ে নাটকটি। কোরিওগ্রাফি ও নির্দেশনায় রয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তুষার চন্দ্র রায়, সুস্মিতা রানী মল্লিক, এড. মুজিবুর রহমান শেখ, মোহাম্মদ শামীম শেখ, মাহামুদুল হাসান অপু, তাসফিহা তন্নী, শ্রাবণী রানী মল্লিক,মুকুল রানী সাহা, অর্জুন, ফাতিহা,রথিন দাস, মো: নেকবর হোসেন, সোহানুর রহমান মাহিম, কাউসার আহমাদ, নির্জন দেবনাথ, আসিফ দেওয়ান, আকিব মাহামুদ, ফারদিন, ইসরাফিল, মাহমুদুল, শাওন ।


মোট ২৭ জন শিল্পি অভিনয় করেছেন।
সিনেমার মতো মঞ্চ নাটকের প্রতিও দর্শককে আগ্রহী করে তোলার লক্ষে এই নাট‍্য শিল্পীরা কাজ করে যাচ্ছে।
তবে নাটকটি মঞ্চায়িত হ্ওয়ার পর অগণিত দশর্কের হৃদয়ে স্থান করে নিয়েছে।
নাটকের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়,নাটকটি অত্যন্ত সুনামের সঙ্গে অভিনীত হয়ে বিপুলভাবে দর্শকদের মন জয় করে নিয়েছে। কারিগরি উপস্থাপনা, আলো ও শব্দের ব্যবহার এক কথায় অসাধারণ। জয় হোক মঞ্চ নাটকের।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *