সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে।
চলতি বছর ১৮ হাজারেরও বেশি মানুষ হজ পালন করেছেন।
মঙ্গলবার (১৮ জুন) দুই আরব কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত হজযাত্রীদের মধ্যে ৩২৩ জন মিশরের। তাদের অধিকাংশেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়।
এক কূটনীতিক জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। বলতে গেলে মিশরীয়দের সবাই তীব্র গরমের কারণে মারা গেছেন।
অন্যদিকে, জর্ডানের অন্তত ৬০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলছেন, আম্মান কর্তৃক মঙ্গলবারের আগে দেয়া এ সংখ্যা ছিল ৪১।
এএফপির তথ্যানুসারে, এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যানুযায়ী মৃত হজযাত্রীর সংখ্যা ৫৭৭। তবে, আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে ২ হাজারেরও বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।
বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হজ। প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এ বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন।