মিরকা‌দি‌মে ঈদ উপহার পে‌লো সা‌ড়ে ৬ শতা‌ধিক প‌রিবার

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিমে ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ৬ শতা‌দিক প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার বিতরণ করেছেন মেয়র হাজী আব্দুছ সালাম।

সোমবার  সকালে পৌরসভার রাম‌গোপালপুর এলাকায়  মেয়‌র হাজী আব্দুছ সালা‌মের নিজ বা‌ড়ি‌তে নিজ ব্যাক্তিগত উদ্যােগে সা‌ড়ে ৬ শতা‌দিক প‌রিবার মা‌ঝে শা‌ড়ি, লু‌ঙ্গি ও থ্রী‌পিস বিতরন করা হয়।

মোঃ র‌বিন জানান, আমা‌দের মিরকা‌দিম পৌর মেয়র  একজন সাদা ম‌নের মানুষ, ও‌নি সব সময় গ‌রিব, অসহায় মানু‌ষের মা‌ঝে প্রতি ঈদে শা‌ড়ি,লু‌ঙ্গি, থ্রী‌পিস বিতরন করেন, এবার ও তাই ক‌রে‌ছে। সব সময় গ‌রিব অসহায় মানুষ‌দের সহ‌যে‌া‌গিতা ক‌রে থা‌কেন।

মেয়র হাজী আব্দুছ সালাম ব‌লেন, প্রতি বছ‌রের ন্যায়ে এবার ও ঈদুল আযহা উপল‌ক্ষে ৬ শতা‌দিক প‌রিবা‌রের ম‌ধ্যে ঈদ উপহার বিতরন ক‌রে‌ছি।  

ট্যাগ:

বন্দরে মেধাবৃত্তি পুরস্কার বিতরণীতে বক্তারা বন্দরের শিক্ষাঙ্গনে সোহরাব মিয়া অমর হয়ে থাকবেন

মিরকা‌দি‌মে ঈদ উপহার পে‌লো সা‌ড়ে ৬ শতা‌ধিক প‌রিবার

প্রকাশঃ 04:52:14 pm, Monday, 10 June 2024

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিমে ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ৬ শতা‌দিক প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার বিতরণ করেছেন মেয়র হাজী আব্দুছ সালাম।

সোমবার  সকালে পৌরসভার রাম‌গোপালপুর এলাকায়  মেয়‌র হাজী আব্দুছ সালা‌মের নিজ বা‌ড়ি‌তে নিজ ব্যাক্তিগত উদ্যােগে সা‌ড়ে ৬ শতা‌দিক প‌রিবার মা‌ঝে শা‌ড়ি, লু‌ঙ্গি ও থ্রী‌পিস বিতরন করা হয়।

মোঃ র‌বিন জানান, আমা‌দের মিরকা‌দিম পৌর মেয়র  একজন সাদা ম‌নের মানুষ, ও‌নি সব সময় গ‌রিব, অসহায় মানু‌ষের মা‌ঝে প্রতি ঈদে শা‌ড়ি,লু‌ঙ্গি, থ্রী‌পিস বিতরন করেন, এবার ও তাই ক‌রে‌ছে। সব সময় গ‌রিব অসহায় মানুষ‌দের সহ‌যে‌া‌গিতা ক‌রে থা‌কেন।

মেয়র হাজী আব্দুছ সালাম ব‌লেন, প্রতি বছ‌রের ন্যায়ে এবার ও ঈদুল আযহা উপল‌ক্ষে ৬ শতা‌দিক প‌রিবা‌রের ম‌ধ্যে ঈদ উপহার বিতরন ক‌রে‌ছি।