মঙ্গল. সেপ্টে ২৪, ২০২৪

ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

পুরো ক্রিকেট দুনিয়ার নজরই বোধহয় ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। যারা অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য দুঃসংবাদ। পুরো ২০ ওভারের ম্যাচ উপভোগ নাও করা হতে পারে। এমনকী ম্যাচ বাতিল হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৯ জুন) রাত সাড়ে ৮টায় নাসাউ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার কথা ভারতের। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় তখন সকাল সাড়ে ১০টা। ওই সময় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় বৃষ্টি হানা দেয়ার যে আশঙ্কা, তাতে পুরো ২০ ওভারের খেলা নাও হতে পারে। এতে করে সমর্থকদের মন খারাপ হতে পারে, রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি ইভেন্ট ছাড়া যে এ দুদলের মুখোমুখি লড়াই দেখা যায় না দীর্ঘদিন ধরে।

অ্যাকুওয়েদারের দাবি, রোববার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর আধাঘণ্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। সকাল ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে যেতে পারে।

ভারত নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ভেস্তে গেলে বড় বিপদে পড়বে বাবর আজমের দল। তখন সুপার এইটে উঠতে হিমশিম খেতে হবে, এমনকী সুপার এইটের টিকিট নাও মিলতে পারে তাদের।

এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে যুক্তরাষ্ট্র। ২ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে। তিনে থাকা কানাডার নামের পাশেও আছে ২ পয়েন্ট। পাকিস্তান আছে চারে, দুই ম্যাচ খেলে সবগুলোতে হারা আয়ারল্যান্ড সবার নিচে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *