শনি. সেপ্টে ২১, ২০২৪

সৌদিতে জিলহজের চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট সন্ধ্যা ৭টার পর পবিত্র জিলহজের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছে। তবে সৌদির দুই পবিত্র মসজিদের অফিসিয়াল ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন বলেছে, আল-হারিকে চাঁদ দেখতে পেয়েছেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইনসাইড দ্য হারামাইনের পোস্টে বলা হয়, সৌদির আকাশে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আর ১৫ জুন পবিত্র আরাফাত দিবস।

— (@HaramainInfo) June 6, 2024

যদিও ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পোস্টের কয়েক মিনিট আগে সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়, সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী ৮ জুন হবে জিলহজ মাসের প্রথমদিন। আরাফাত দিবস হবে ১৬ জুন। আর সোমবার (১৭ জুন) হবে ঈদুল আজহার প্রথমদিন।”

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে গালফ নিউজে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট

এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সাধারণ নাগরিকদের পবিত্র জিলহজের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। এছাড়া জ্যোতির্বিদদের নিয়ে গঠিত চাঁদ দেখা কমিটিও চাঁদ দেখার প্রস্তুতি নেয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *