রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভির ৮ষ্ঠ বর্ষ পদার্পন উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার অডিটোরিয়াম হল রুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে এ বর্ষপূর্তি পালন করা হয়েছে ।
বাংলা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবরের সভাপতিত্বে ও বাংলা টিভির মাওয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মোস্তফার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান ও টঙ্গীবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন, সৌদি প্রবাসী ও সমাজসেবক মতিন মাদবর,
বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএ টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুব,
সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন। সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পদক আব্দুল্লাহ মাসুদ, এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সভাপতি নাছির উদ্দীন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন,
দৈনিক গণমুক্তির সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ আলী, দৈনিক রূপবানী পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি তানিয়া ইসলাম প্রিয়া, সাংবাদিক জাকির লস্কর, দৈনিক সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আমির ঢালী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ নিলয়, সাংবাদির মোর্সালিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।