চট্টগ্রাম থেকে ঢাকাগামী এম্বুলেন্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারের ভিতর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার (১২ মে) ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল মেঘনা টোল প্লাজালেনে অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি আধুনিক এম্বুলেন্স আটক করে।
এম্বুলেন্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় রাখা ০৬ টি ইয়াবার প্যাকেট (০৬ কাঠ) থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এম্বুলেন্সে থেকে ১জন কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল।
আসামি হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উত্তর হ্নীলা, আমতলী, হোয়াইক্যং এলাকার কামাল মিয়ার ছেলে মোঃ ইসহাক (২৪)।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এম্বুলেন্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় রাখা ০৬ টি ইয়াবার প্যাকেট (০৬ কাঠ) থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং ইসহাক (২৪) নামে একজনকে আটক করি। বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান থাকবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।