ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ।
বুধবার (৮ মে) সন্ধ্যায় মোট ৫৪ কেন্দ্রের বেসরকারি প্রাপ্ত ফলাফলে মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ (আনারস) ২৯ হাজার ৮৭৪ ভোট, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ) ১৫ হাজার ৬৫৩ ভোট ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশীদ (দোয়াত কলম) ১২ হাজার ৬০৮ ভোট পান।
এর আগে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও চোখে পড়ার মতো। সকাল ১১ টায় হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ ধরনের কোন শব্দ বা তথ্য পাননি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১ টার পর কেন্দ্রের বাইরে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসময় সেখানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়াও মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী এম এ রশীদের পক্ষে জালভোট দেয়ার সময় নাঈম নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পোলিং এজেন্ট নারায়ণগঞ্জের বন্দরের আসাদ মিয়ার ছেলে নাঈম ওরফে ওমর ফারুকে আটক করেছেন কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার মামুন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান মোল্লা এ সাজা প্রদান করেন।
বেসরকারি ফলাফলে জয়লাভের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে মাকসুদ বলেন, তিনটি মাস আপনারা কাজ করে এই বিজয় অর্জন করেছেন। এ বিজয় আমার নয় এটা পুরো উপজেলাবাসীর।