রাত পোহালে নির্বাচন কে হাসবে শেষ হাসি? এখন শুধু ভোটের অপেক্ষা

রাত পোহালেই শুরু হচ্ছে বন্দর উপজেলার পরিষদের নির্বাচন। ৮ মে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহন কাল। লড়াইয়ে আছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থীর সাথে ৪ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিপূর্বে পথসভা, উঠান বৈঠক,গণসংযোগ, গণ মিছিল সহজ প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। বন্দর উপজেলার পাড়া-মহল্লা ও গ্রামের পথে পথে ঝুলছে নির্বাচনী পোস্টার।

দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ ও মুছাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো.মাকসুদ হোসেন বলেন, এ নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। পছন্দের প্রার্থী কে ভোট দিলে এ উপজেলা নির্বাচনে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দিবে এবং আমি জয়ী হবো ইনশাআল্লাহ। এবার যেহেতু নির্বাচনটি উন্মুক্ত সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন মানুষের আশা।

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা তার সমর্থক নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ, পথসভা ও ঘরোয়া বৈঠক করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। নির্বাচনে তিন পদে ১০ জন প্রার্থী থাকলেও চেয়ারম্যান পদের মুলত তিন প্রার্থীকে নিয়ে চলছে সরগরম আলোচনা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ দোয়াত কলম প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছে। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন: মাকসুদ হোসেন আনারস ও আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

রাত পোহালে নির্বাচন কে হাসবে শেষ হাসি? এখন শুধু ভোটের অপেক্ষা

প্রকাশঃ 03:24:21 pm, Tuesday, 7 May 2024

রাত পোহালেই শুরু হচ্ছে বন্দর উপজেলার পরিষদের নির্বাচন। ৮ মে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহন কাল। লড়াইয়ে আছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থীর সাথে ৪ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিপূর্বে পথসভা, উঠান বৈঠক,গণসংযোগ, গণ মিছিল সহজ প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। বন্দর উপজেলার পাড়া-মহল্লা ও গ্রামের পথে পথে ঝুলছে নির্বাচনী পোস্টার।

দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ ও মুছাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো.মাকসুদ হোসেন বলেন, এ নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। পছন্দের প্রার্থী কে ভোট দিলে এ উপজেলা নির্বাচনে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দিবে এবং আমি জয়ী হবো ইনশাআল্লাহ। এবার যেহেতু নির্বাচনটি উন্মুক্ত সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন মানুষের আশা।

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা তার সমর্থক নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ, পথসভা ও ঘরোয়া বৈঠক করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। নির্বাচনে তিন পদে ১০ জন প্রার্থী থাকলেও চেয়ারম্যান পদের মুলত তিন প্রার্থীকে নিয়ে চলছে সরগরম আলোচনা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ দোয়াত কলম প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছে। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন: মাকসুদ হোসেন আনারস ও আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ।