আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন দোকানপাট বন্ধ থাকলেও বন্ধ থাকেনি শহরের বঙ্গবন্ধুর সড়কের পলি ক্লিনিক সংলগ্ন টপ মার্ট নামক দোকানটি।

বুধবার (১লা মে) মহান মে দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পালিত হয় বিভিন্ন কর্মসূচি সে কর্মসূচি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা মিলে এমন দৃশ্য। এ বিষয়ে জানতে টপমার্ট দোকানের কর্মচারীদের সাথে কথা বলতে গেলে তারা এক উত্তরে বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা মালিকের অনুমতিতেই আমরা দোকান খোলা রেখেছি। তাহলে কার খুটির জোরে শহরের প্রাণকেন্দ্রে এই দোকানটি খোলা থাকে। এছাড়াও তীব্র তাপদাহে শহরের বিভিন্ন দোকানপাট রাত আটটার পর থেকে বন্ধ থাকার ঘোষনা যাওয়া হয়েছিল। এখানে আমরা দেখেছি সকল দোকান পাট বন্ধ করে দেয়া হলেও টপ মার্টের দোকানটি রাত ১১:০০ টার পর বন্ধ করে। যেখানে শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে মে দিবস পালিত হয় সেখানেই সেই শ্রমিকদের মিয়ে ১৫ ঘন্টার বেশি ডিউটি করানো হয় এই প্রতিষ্ঠানে। একদিকে অন্য প্রতিষ্ঠানের শ্রমিকদের দোকানপাট বন্ধ থাকলেও অন্যদিকে এই দোকানের কর্মচারীদের দেখা যায় মনের কষ্টে দোকান খুলে বসে থাকতে।

১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। সে থেকেই পৃথিবীতে মে মাসের ১ তারিখ আসলেই আন্তর্জাতিকভাবে এ দিনটি ছুটি ঘোষণা করা হয় এবং শ্রমিকের ন্যায্য আদায়ের লক্ষ্যে অনেক শ্রমিক সংগঠন এই দিনটিতে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *