নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে দীর্ঘ দিনের জালাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে ফতুল্লাবাসী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, থানা ইঞ্জিনিয়ার শামসুন্নাহার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলামকে নিয়ে ফতুল্লার বিভিন্ন স্থানের ভরাটকৃত খাল গুলো পরিদর্শন করেন। এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের পরামর্শ প্রধান করেন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম বলেন, ফতুল্লা ইউনিয়নবাসী দীর্ঘদিনের সমস্যা হচ্ছে জলাবদ্ধতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম মহোদয় আমাকে সাথে নিয়ে আজকে ভরাটকৃত খাল পরিদর্শন করেছেন অতি অল্প সময়ের মধ্যে ফতুল্লা ইউনিয়নবাসীর এই সমস্যা সমাধান হতে চলেছে। এই ভরাটকৃত খালটি খুবই অল্প প্রশস্ত তাই এখানে খাল খনন করে ফতুল্লা ইউনিয়নবাসীর সমস্যা সমাধানে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হচ্ছে। আমি ইউনিয়নবাসীর কাছে অনুরোধ করবো আপনাদের জলাবদ্ধতা নিরশনে আমাদেরকে সাহায্য করবেন যাতে কোন ঝামেলা ছাড়াই খুব দ্রুত এ কাজ শেষ করতে পারি।
এ সময় ডিএনডি প্রজেক্ট কাজে নিয়োজিত দক্ষ অভিজ্ঞ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফতুল্লা ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রি অফিস, ইসরাইর বাজার, উপজেলার পোস্ট অফিস সহ বটতলার বিভিন্ন স্থানের খাল পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলি, ফতুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনউদ্দিন,৬ নং ওয়ার্ড মেম্বার আউয়াল সহ এলাকাবাসি।