টাইমস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে চার চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনিরের উদ্যোগে রান্না করা খাবার বিতরন করেন নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার পুত্র আজমেরী ওসমান অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) শহরের করিম মার্কেট এলাকায় তিনি উপস্থিত থেকে গরিব অসহায়দের মাঝে তা বিতরন করেন।
দিনটি উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দেকানগুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতিকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।
এই সময় উপস্থিত ছিলেন, কাজী আমির, নাসির, হামিদ, সুমন সহ রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনসহ শতশতকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।