টাইমস নারায়ণগঞ্জ:
তীব্র তাপদাহের মাঝে পথচারী, পরিবহন শ্রমিক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় শহরের দুই নং রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই বলেন, দীর্ঘদিন যাবত আমাদের নারায়ণগঞ্জে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহ এর কারণে জনজীবন হাঁসফাঁস করছে। তাই আমরা ঠান্ডা শরবত মানুষের মাঝে বিতরণ করছি। যাতে করে মানুষের মাঝে একটু প্রশান্তি আসে। আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিয়তই বিভিন্ন স্থানে সহযোগী সংগঠনের মাধ্যমে এই ঠান্ডা পানি ও শরবত এবং স্যালাইন বিতরণ করা হচ্ছে।
কর্মসূচীতে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খবির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, শামসুজ্জামান ভাষানি, সাগর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।