টাইমস নারায়ণগঞ্জ: সারাদেশে চলছে আবারো তিন দিনের হিটলার জারি।
৪৩ থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রা চলমান থাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়।
রবিবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের চাষাড়া ট্রাফিক বক্সে ট্রাফিক পুলিশের সকল সদস্য ও কমিনিউটি পুলিশের সদস্যদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এমএ করিম।
ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এমএ করিম বলেন, সারা দেশে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রায় থাকলেও নারায়ণগঞ্জে আমরা অনুভব যোগ্য তাপমাত্রা দেখতে পেয়েছি ৪৮ ডিগ্রি ৪৯ ডিগ্রী পর্যন্ত চলছে। তাই ট্রাফিক পুলিশের তীব্র তাপদাহে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টায় বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে। তা চলবে তাপমাত্রা সহনীয় না হওয়া পর্যন্ত। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এ উদ্যোগ নেওয়ার জন্য।