চলমান তাপদাহে পঞ্চম দিনের মতো নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন স্পষ্টে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ ও টেলিমেডিসিন সেবা অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে তাপদাহে বিপর্যস্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ০১ টি গাড়ি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার, জিয়া হল ও আরেকটি গাড়ি পুরাতন কোর্ট মোড়, কালীর বাজার,২নং রেলগেট এলাকায় দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গত পাঁচ দিনে প্রায় ১০,০০০ লোক পানি পান করেছেন।
টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যতদিন তাপদাহ থাকবে ততদিন আমাদের সেবাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
উল্লেখ্য যে,পানি বিতরণের পাশাপশি টেলি মেডিসিন সেবা চালু করেছে টিম খোরশেদ । টিম খোরশেদের সক্রিয় সদস্য ডাঃ ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা নিয়মিত সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত তাপদাহ ও হিটস্ট্রোক সংক্রান্ত প্রাথমিক পরামর্শের জন্য ফ্রী টেলিমেডিসিন সেবা দিবেন।