কাশীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়, অঝোরে কাঁদলেন মুসুল্লিরা

টাইমস নারায়ণগঞ্জ:

সারাদেশের মতো নারায়ণগঞ্জের কাশীপুরেও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করলেন। তীব্র গরম ও সূর্যের তাপ উপেক্ষা করে আশপাশের এলাকা থেকে নামাজে অংশ নেন শত শত মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব আবু মুয়াজ আমিনুল এহসান।
এতে অংশগ্রহণ করেন কাশীপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ এলাকার জনসাধারণরা।
পরে আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য বৃষ্টি কামনায় মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

কাশীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়, অঝোরে কাঁদলেন মুসুল্লিরা

প্রকাশঃ 06:13:21 am, Thursday, 25 April 2024

টাইমস নারায়ণগঞ্জ:

সারাদেশের মতো নারায়ণগঞ্জের কাশীপুরেও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করলেন। তীব্র গরম ও সূর্যের তাপ উপেক্ষা করে আশপাশের এলাকা থেকে নামাজে অংশ নেন শত শত মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব আবু মুয়াজ আমিনুল এহসান।
এতে অংশগ্রহণ করেন কাশীপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ এলাকার জনসাধারণরা।
পরে আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য বৃষ্টি কামনায় মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।