সারাদেশের মতো নারায়ণগঞ্জের কাশীপুরেও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিরা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করবেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব, আবু মুয়াজ আমিনুল এহসান সাহেব।
পরে আরবিতে খুতবা দিবেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করবেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হবে। বৃষ্টি কামনায় নামাজের জন্য কাশীপুরবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।