গান হোক মানুষের চেতনা করে শানিত করার হাতিয়ার, এ শ্লোগান করে সামনে রেখে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পি গোষ্ঠীর উদ্দ্যেগে ঈদপুর্ন মিলনি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২২শে এপ্রিল) বিকাল ৫টায় নগরীর জেলা আওয়ামী লীগ কার্য্যলয়ে ঈদপুর্নমিলন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পি গোষ্ঠীর সভাপতি মোঃ জামাল উদ্দিন সবুজ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের নেতা মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির, সংগঠন এর উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা এম এ রাসেল,
শ্রমিক লীগ নেতা মোঃ সিরাজুল হক, বিশিষ্ট সুরকার মোঃ ইব্রাহিম, মোঃ সামসুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মেজবাহ উদ্দিন বাবুল সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সংগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।