নারায়ণগঞ্জে ৪৯ লাখ টাকার জালনেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ এপ্রিল) সোনারগাঁয়ের নানাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
আসামিরা হলেন- মোঃ আঃ রহমান (৫২), মোঃ বাবুল (৬০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় (ঈদ, পৃজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশেপাশের জেলায় জালনোট বিক্রয় করে থাকে তারা।
জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনােট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পলাতক আসামি সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।