সোম. সেপ্টে ২৩, ২০২৪

শেখ মুজিবুর রহমানের নামেই মুজিবনগর সরকারের নামকরণ করা হয়- আনিসুর রহমান দিপু

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপরেই মূলত স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়, জাতির পিতার অনুপস্থিতিতে জাতীয় চার নেতার দিক নিদের্শনায়। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় । রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। শেখ মুজিবুর রহমানের নামেই মুজিবনগর নামকরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা এবং সম্প্রতি প্রয়াত জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান রুহের মাগফেরাত কামনা করে শোকসন্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *