লাঙ্গলবন্দ স্নানোৎসব পানিতে ডুবে শিশুর মৃত্যু


নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পানিতে ডুবে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মহাষ্টমীর স্নানোৎসবের দ্বিতীয় দিনে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে পরিবারের সঙ্গে স্নানোৎসবে এসে মারা যায় শিশুটি। নিহত রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জল দাসের ছেলে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পদাক শিপন সরকার শিখন জানান, শিশু রাজদ্বীপ আজ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারকে শিশুর লাশ নিয়ে যেতে স্নান উদযাপন পরিষদ থেকে ২১ হাজার টাকা ও এ্যাম্বুলেন্স ভাড়া করে দেয়া হয়েছে।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

লাঙ্গলবন্দ স্নানোৎসব পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ 01:17:34 pm, Tuesday, 16 April 2024


নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পানিতে ডুবে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মহাষ্টমীর স্নানোৎসবের দ্বিতীয় দিনে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে পরিবারের সঙ্গে স্নানোৎসবে এসে মারা যায় শিশুটি। নিহত রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জল দাসের ছেলে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পদাক শিপন সরকার শিখন জানান, শিশু রাজদ্বীপ আজ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারকে শিশুর লাশ নিয়ে যেতে স্নান উদযাপন পরিষদ থেকে ২১ হাজার টাকা ও এ্যাম্বুলেন্স ভাড়া করে দেয়া হয়েছে।