বন্দর উপজেলা নির্বাচনে পিতা-পুত্রসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা পরেছে।
গতকাল ১৫ এপ্রিল (সোমবার) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। উৎসব মুখর পরিবেশে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা রির্টানিং অফিসারের কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মুছাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ ও জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ মোশাঈদ রহমান মুকিত, শহীদুল ইসলাম জুয়েল, এড. আলমগীর হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল সোমবার।
বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন।