টাইমস নারায়ণগঞ্জ:
কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
শনিবার (৬ এপ্রিল) কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান মাফেজ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান মাফেজ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ জানান, কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
তিনি আরো জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন হাট খোলা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম ও চর কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন আহমাদি।