জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ড. তৈমূর আলম খন্দকারের উদ্যোগে নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩রা এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান খান খোকার সভাপতিত্বে ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহজাহান খন্দকার, জাহাঙ্গীর আলম বিসিক, নাজমুল কবির নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সদস্য শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা।