নড়াইলে ধানখেতে বিমানের জরুরি অবতরণ

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানখেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (৩ এপ্রিল) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানখেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দিকে মাঠে বিমান পড়েছে সংবাদ শুনে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমান দেখতে আসছে। এ সময় নিরাপত্তা কর্মীদের তাদের নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে দেখা যায়।

ট্যাগ:

ফতুল্লায় গার্মেন্টের ঝুট দখল নিতে বিএনপি’র নেতা মজিবুর ও যুবলীগ নেতা মিঠু গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নড়াইলে ধানখেতে বিমানের জরুরি অবতরণ

প্রকাশঃ 03:04:22 pm, Wednesday, 3 April 2024

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানখেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (৩ এপ্রিল) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানখেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দিকে মাঠে বিমান পড়েছে সংবাদ শুনে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমান দেখতে আসছে। এ সময় নিরাপত্তা কর্মীদের তাদের নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে দেখা যায়।