টাইমস নারায়ণগঞ্জ:
ঈদ মানে খুশি আর ঈদ মানে হাসি তাই ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগেই গরিব দুঃখী ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের হাসি ভাগাভাগি করে নিতে ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপহার তুলে দেন নব নির্বাচিত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।
মঙ্গলবার (২রা এপ্রিল) সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইসদাইর বাজার এলাকায় প্রতিবছরের ন্যায় এবারো ঈদ উপহার তুলে দেন তিনি।
এসময় ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল, রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ঈদ উপহার বিতরণ শেষে ফতুল্লা ৬ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।