সোম. সেপ্টে ২৩, ২০২৪

এক যুগ পর আজানের ধ্বনি শোনা গেলো ধ্বংস হওয়া মসজিদে!

ছবি: এএফপি

দীর্ঘ এক যুগ পর আজানের ধ্বনি শোনা গেলো সিরিয়ার আলেপ্পোর ঐতিহাসিক উমায়াদ মসজিদ থেকে। ‘আইএস’-এর সঙ্গে সংঘাতের জেরে ধ্বংস হয়েছিলো মসজিদটি। রোববার (৩১ মার্চ) এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।

বিধ্বস্ত মসজিদগুলো সচলের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) ইফতার আয়োজন করা হয় সেখানে। আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন প্রায় দেড় হাজার মানুষ। মসজিদ প্রাঙ্গনে ধ্বংসস্তূপের মাঝেই ইফতার ও নামাজ আদায় করেন মুসল্লিরা।

২০১২ সালে সংঘাতে বিধ্বস্ত হয়েছিলো মসজিদটি। ২০১১ সালের দিকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। সরকার ও বিদ্রোহীদের সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। এক পর্যায়ে শুরু হয় আইএসের তাণ্ডব। গুঁড়িয়ে দেয়া হয় মসজিদসহ ঐতিহাসিক বহু স্থাপনা। ধ্বংস হয় তিন ভাগের এক ভাগ মসজিদ। ২০১৬ সালে সিরিয়ার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর নেয়া হয় সংস্কারের উদ্যোগ। অর্থ সহায়তা দিয়েছে চেচনিয়ার সরকার।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *