প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার( ৩১ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীনগর এলাকার ফুড প্যারাডাইসের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিক্রি কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোহাম্মদ ফারুক আহমেদ, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার আসাদুল ইসলাম, মেসার্স নিপা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোহাম্মদ মহসীন সোহেল ও সেলিম মোল্লা প্রমুখ। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৬৫ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোহাম্মদ ফারুক আহমেদ জানান, সুলভ মুল্যে ডিম মাংস কিনতে পেরে খুশি নিম্ন আয়ের সাধারণ মানুষ। আমরা চাচ্ছি পবিত্র রমজান মাসের শেষ ১০দিনই সুলভ মুল্যে ডিম মাংস বিক্রি করতে। চাহিদামত গরু পাওয়া গেলে ঈদুল ফিতরের আগ পর্যন্ত গরুর মাংস বিক্রি করা হবে।