নারায়ণগঞ্জের সদর থানাধীন গোগনগর ইউনিয়ন পরিষদ এলাকায় ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (২২ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন ছিনতাকারী পালিয়ে যায়। পরে “৯৯৯” এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করায়।
আহত ছিনতাইকারীরা হলো- নারায়ণগঞ্জ সদর থানা এলাকার জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮) ও বন্দর থানা এলাকার বাসিন্দা নয়ন (৩২)। শুক্রবার (২২ মার্চ) সকালে গোগনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে।
অভিযুক্ত চার জনকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।