ফতুল্লায় অটোরিকশার চালক রাজু (১৭) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক পারভেজকে (৩০) গ্রেফতার করেছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে ফতুল্লা থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়।
পারভেজ ফতুল্লার পাগলা বটতলা বৌ বাজার এলাকার মুসা মিয়ার ছেলে। গ্রেফতারের পর সে পুরো হত্যারকাণ্ডের বিবরণ দেয় পুলিশের কাছে।
সে আরেক ঘাতক রাকিবের সম্পৃক্ততার কথা জানায়। রাকিব র্যাবের হাতে গ্রেফতারের খবর পাওয়া গেছে। তবে র্যাব থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
জানা যায়, অটোরিকশা ছিনতাই করা জন্য যাত্রী সেজে দুই ঘাতক নির্জন স্থানে নিয়ে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় চালককে। হত্যার পর লাশ ডোবায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
নিহত মিশুক চালক রাজুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো রংয়ের একটি বেল্ট জব্দ করে পুলিশ।
আরো জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পিলকুনী কবরস্থান-সংলগ্ন ডোবা থেকে মিশুক চালক রাজুর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর এক দিন পর শুক্রবার সকালে নিহত রাজুর মা পেয়ারা বেগম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জাানান, জরুীর সেবা ৯৯৯ ফোন পেয় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথ্য প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শনিবার দুপুর তিনটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডের ব্যবহৃত কালো রংয়ের একটি চামড়ার বেল্ট ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পারভেজ হত্যাকান্ডের কথা স্বীকার করে। আরো এক ঘাতকের সহোযোগিতায় এ হতাকাণ্ডের ঘটনা ঘটায়।
গ্রেফতার পারভেজ গার্মেন্টেসে চাকরি করে তার সহযোগি অপর ঘাতক রাকিব তার মতোই গার্মেন্টেসে কর্মরত। ঘটনার রাতে তারা পৌষাপুকুর পাড় থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিশুক ভাড়া নেয়। পরবর্তীতে নন্দলালপু পিলকুনী সড়কে নির্জন স্থানে সুযোগ বুঝে কোমরের চামড়ার বেল্ট দিয়ে গলায় পেচিয়ে হত্যা করে মিশুক নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িত অপর ঘাতক রাকিবকেও আইন-শৃঙ্খলা ক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে তিনি জানতে পেরেছেন। ছিনিয়ে নেয়া মিশুক অতি দ্রুতই উদ্ধার করা হবে বলে তিনি জানান। নিহত অটোরিক্সাচালক রাজু ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মরহুম মোক্তার আহম্মদের ছেলে।