রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ সদরে বৃহস্পিবার সকালে ইদ্ররাকপুর কেল্লায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের হতদ্ররিরদের মাঝে ইফতার সামগ্রী বিতরনের আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল মাদবর, সহ সভাপতি মোঃ মিন্টু শেখ, সাধারন সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মো, সুজন কাজী, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, প্রচার সম্পাদক ইলমা আক্তার, ব্লাড ম্যানেজ সম্পাদক ফয়সাল আহমেদ দিপু, ক্রিয়া সম্পাদক মাহির ইসলাম, কার্যকারি সদস্য মাসউদূর রহমান, কার্যকারি সদস্য মোঃ রনি কাজী প্রমূখ।
স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মাদবর জানান, আমাদের এই সংগঠন সামাজিক, অরাজনৈতিক সংগঠন আমরা ঝরে যাওয়া শিশুদের দ্বায়িত্ব নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে লেখাপড়ার করাবো। গরিব অসহায় মানুষদের সহযোগিতা করি, গরিব অসহায় মানুষদের জন্য যে কোন সহযোগিতা করা দরকার আমরা সেই সহযোগিতা করতে প্রত্তত আমাদের সংগঠন। আগামীতে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় ও পথশিশুদের জন্য স্বপ্নপূরন যুব ফাউন্ডেশন বিদ্যানিকেতন নামে একটি স্কুল হবে।
স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া বলেন, আমাদের সংগঠন থেকে রক্ত ডোনেট করে থাকি, বিগত সময় থেকে আমরা রক্ত দিয়ে আসছি আমরা চাই সবাই এক সাথে হাতে হাত রেখে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাবো।