মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
:এ সো স্বপ্ন গড়ি স্বপ্ন পুরণ করি এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জ স্বপ্নপুরণ যুব ফাউন্ডেশনের সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান করা হয়েছে ৷ এসময় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে শহরের মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির সদস্যদের মাঝে আইডিকার্ড প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা ও নাজ এন্টার প্রাইজ চেয়ারম্যান জোবাইদা নাজনিন চৌধুরী।
এতে স্বপ্ন পৃরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল মাদবরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নপুরণ যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোঃ আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন সহসভাপতি মোহাম্মদ মিন্টু শেখ, স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অথৈই আক্তার, প্রচার সম্পাদক লাবনী আক্তার, সহ প্রচার সম্পাদক সুরমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মানসুর আক্তার মিম, কার্যকরী সদস্য সাজ্জাত হোসেন তামিম, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ পরাগ, কার্যকরী সদস্য মোহাম্মদ রাশেদুল, কার্যকরী সদস্য মোঃ অপূর্ব, কার্যকরী সদস্য রিফাত সুলতানা রিজু, সদস্য তানজিলা, সদস্য মোহাম্মদ হামিম ও সদস্য আরিয়ান প্রমূখ।