টাইমস নারায়ণগঞ্জ:
৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারী সমিতি সংলগ্ন সড়ক থেকে র্যালীটি বের করা হয়।
এতে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
র্যালী পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি বলেন, ৭ নভেম্বরের উদযাপনায় উদ্বুদ্ধ হয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের দলের বিরুদ্ধে, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং এদেশের জনগণকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ঐ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। আমরা বলতে চাই, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।
র্যালীটি হোসিয়ারী সমিতি সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে চাষাড়া গোল চত্বর ঘুরে, ২নং রেল গেইট হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ করে।
র্যালী শুরু করার পূর্বে ও চলাকালীন সময়ে কয়েক দফায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবের হস্তক্ষেপে পূণরায় র্যালীতে শৃঙ্খলা ফিরে আসে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর বিএনপি নেতা ডাঃ মুজিবুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালী
- টাইমস নারায়ণগঞ্জ ডেস্ক
- প্রকাশঃ 03:10:22 pm, Saturday, 30 November 2024
- 19
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট