শহর সংবাদদাতা: নারায়ণগঞ্জের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট এলাকা পরিদর্শন কালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার সমবায় সমিতি। এর পর তাদের নানা দাবি তুলে ধরেন।
নারায়ণগঞ্জের প্রায় ২শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পাইকারি মাছ বাজারের জন্য দ্রুত সেড তৈরির দাবি জানিয়েছেন ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার সমবায় সমিতি। গণমাধ্যমের কাছে সমিতিটির সভাপতি ফয়সাল আহমেদ এ দাবি তুলে ধরেন। শহরের অন্যতম নারায়ণগঞ্জ রেলস্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালের ঠিক পাশে এ বাজার অবস্থিত।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার এটি। প্রায় ২শ বছরের পুরোনো এ ঐহিত্যবাহী পাইকারি মাছ বাজারের জন্য আমরা বহুদিন ধরে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র উপ মহাপরিচালক থেকে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা আজ করবো তো কাল করবো বলে আমাদের ঘুরাচ্ছে। এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি।
তিনি বলেন, সুনামগঞ্জ, খুলনা, মুন্সীগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছ এ বাজারে আসে। আর এখান থেকেই নারায়ণগঞ্জ ও এর আশেপাশের বাজারগুলোতে মাছ সরবরাহ করা হয়। এ বাজারকে ঘিরে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। আমরা চাই তাদের রিজিকে যেন হাত না দেওয়া হয়। এখানে আপনারা জানেন নতুন বিআইডব্লিউটিএ’র নতুন ভবণ নির্মাণ করা হচ্ছে। আমরা স্বেচ্ছায় তাদের জন্য জায়গা ছেড়ে দিছি। তাই তাদের কাছে আমাদের দাবি, সবার আগে যেন আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করা হয়। আমরা এ জন্য প্রকল্প পরিচালক, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও আমাদের প্রধান উপদেষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের দৃষ্ট আর্কষণ কামনা করছি।
এসময় নারায়ণগঞ্জ ৩নং মাছঘাট মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ইদ্দিসুর রহমান, নারায়ণগঞ্জ ৩নং মাছঘাট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান সুমন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।