আলোচিত সাব্বির আলম হত্যা মামলা সিভিল সার্জনকে ভর্ৎসনা আদালতের!

সাব্বির আলম হত্যা মামলায় আদালতে বিএনপি নেতা জাকির খান


নারায়ণগঞ্জের আলোচিত ব্যাবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট হাজিরসহ আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমানকে ভর্ৎসনা করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে হত্যা মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন জানান, যেহেতু এটি একটি হত্যা মামলা। এখানে ময়নাতদন্তের বিষয় আছে। সিভিল সার্জন এটা নিয়ে অনেক ধীর গতিতে কাজ করেছে। এজন্য আদালত আজ তাকে ডেকে এনে ভর্ৎসনা করেছে। তিনি আদালতের কথা যথাসময়ে পালন করেননি।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আমরা আমাদের পয়েন্টগুলো সেখানে তুলে ধরব। বাদী তৈমূর আলম খন্দকার যে রাজনীতি উদ্দেশ্য হাসিলের জন্য এ মামলা করেছেন সেটা আদালতে প্রমান করবো এবং জাকির খান বেকসুর খালাস পাবে।

তিনি আরও বলেন, আজ বিচারের শেষ পর্ব ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা কোন সাফাই সাক্ষী দেব না বলেছি। আপনারা জানেন এ মামলার ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। গতকালও তিনজন আইও জেরায় বলেছে তদন্তের সময় এবং ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছিলেন সেসময়৷ আমরা আদালতে অরিজিনাল পাসপোর্ট জমা দিয়েছি। নতুন কোন সাক্ষী হবে না।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

আলোচিত সাব্বির আলম হত্যা মামলা সিভিল সার্জনকে ভর্ৎসনা আদালতের!

প্রকাশঃ 02:38:21 pm, Thursday, 21 November 2024


নারায়ণগঞ্জের আলোচিত ব্যাবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট হাজিরসহ আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমানকে ভর্ৎসনা করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে হত্যা মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন জানান, যেহেতু এটি একটি হত্যা মামলা। এখানে ময়নাতদন্তের বিষয় আছে। সিভিল সার্জন এটা নিয়ে অনেক ধীর গতিতে কাজ করেছে। এজন্য আদালত আজ তাকে ডেকে এনে ভর্ৎসনা করেছে। তিনি আদালতের কথা যথাসময়ে পালন করেননি।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আমরা আমাদের পয়েন্টগুলো সেখানে তুলে ধরব। বাদী তৈমূর আলম খন্দকার যে রাজনীতি উদ্দেশ্য হাসিলের জন্য এ মামলা করেছেন সেটা আদালতে প্রমান করবো এবং জাকির খান বেকসুর খালাস পাবে।

তিনি আরও বলেন, আজ বিচারের শেষ পর্ব ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা কোন সাফাই সাক্ষী দেব না বলেছি। আপনারা জানেন এ মামলার ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। গতকালও তিনজন আইও জেরায় বলেছে তদন্তের সময় এবং ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছিলেন সেসময়৷ আমরা আদালতে অরিজিনাল পাসপোর্ট জমা দিয়েছি। নতুন কোন সাক্ষী হবে না।