মুন্সিগঞ্জ দাফনের ৮৪দিন পর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতে শ্রমিকের মরদেহ উত্তোলন

তানিয়া আক্তার,মুন্সীগঞ্জ:

মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার পৌনে ১টার দিকে পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ৮৪দিন পূর্বে সজলকে কবরস্থানে দাফন করা হয়েছিলো।

নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই সজলের মরদেহ দাফন করা হয়েছিলো। নিহতের ভাই বাদী হয়ে মামলা করায় ন্যায় বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থান সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ৪আগষ্ট মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ। এতে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় সজলের। একইদিন উত্তর ইসলামে দাফন করা হয় তাকে। নিহতের পরিবারের দাবি হামলাকারীদের গুলিতে মৃত্যু হয়েছে সজলের। এঘটনায় গত ২০সেপ্টেম্বর সজলের ভাই সাইফল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জ দাফনের ৮৪দিন পর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতে শ্রমিকের মরদেহ উত্তোলন

প্রকাশঃ 04:24:00 pm, Monday, 28 October 2024

তানিয়া আক্তার,মুন্সীগঞ্জ:

মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার পৌনে ১টার দিকে পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ৮৪দিন পূর্বে সজলকে কবরস্থানে দাফন করা হয়েছিলো।

নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই সজলের মরদেহ দাফন করা হয়েছিলো। নিহতের ভাই বাদী হয়ে মামলা করায় ন্যায় বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থান সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ৪আগষ্ট মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ। এতে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় সজলের। একইদিন উত্তর ইসলামে দাফন করা হয় তাকে। নিহতের পরিবারের দাবি হামলাকারীদের গুলিতে মৃত্যু হয়েছে সজলের। এঘটনায় গত ২০সেপ্টেম্বর সজলের ভাই সাইফল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।