চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু কাল

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্যবারের মতো এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র রোজা শুরু হচ্ছে। তাই রোববার (১০ মার্চ) দিবাগত রাতে তারাবির নামাজ এবং সেহরি খেয়ে রোজা পালন করবেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।

জেলার ফরিদগঞ্জ টোরামুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, রোববার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করবেন। তারপর ভোর রাতে সেহরি খাবেন। 

মসজিদ কমিটির সভাপতি শামছুল আমিন জানান, রোজার পবিত্রতা রক্ষায় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা পালন করছেন মোশাররফ হোসেন।

তিনি জানান, গ্রামের বাড়ি ছেড়ে চাঁদপুর শহরে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু সারাদেশে অন্যদের চেয়ে আগাম রোজা পালন করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে অর্ধশত গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে।

১৯২৮ সালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করছেন তারা।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু কাল

প্রকাশঃ 04:36:32 pm, Sunday, 10 March 2024

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্যবারের মতো এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র রোজা শুরু হচ্ছে। তাই রোববার (১০ মার্চ) দিবাগত রাতে তারাবির নামাজ এবং সেহরি খেয়ে রোজা পালন করবেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।

জেলার ফরিদগঞ্জ টোরামুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, রোববার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করবেন। তারপর ভোর রাতে সেহরি খাবেন। 

মসজিদ কমিটির সভাপতি শামছুল আমিন জানান, রোজার পবিত্রতা রক্ষায় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা পালন করছেন মোশাররফ হোসেন।

তিনি জানান, গ্রামের বাড়ি ছেড়ে চাঁদপুর শহরে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু সারাদেশে অন্যদের চেয়ে আগাম রোজা পালন করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে অর্ধশত গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে।

১৯২৮ সালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করছেন তারা।