কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কুমারী পূজা আসনে বসবেন ৭ বছরের সুনন্দা

প্রতীকী ছবি

আজ শারদীয় দূর্গা পূজার অষ্টমীত। কিছুক্ষণ পরেই কুমারী আসনে বসবেন ৭ বছরের সুনন্দা চক্রবর্তী।

শুক্রবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে এই পূজা অনুষ্ঠিত হবে।

সুনন্দা চক্রবর্তী নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাই স্কুল হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা।

ট্যাগ:

খেলাধুলার এ চর্চা ধরে রাখতে হবে – রানা

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কুমারী পূজা আসনে বসবেন ৭ বছরের সুনন্দা

প্রকাশঃ 03:20:41 am, Friday, 11 October 2024

আজ শারদীয় দূর্গা পূজার অষ্টমীত। কিছুক্ষণ পরেই কুমারী আসনে বসবেন ৭ বছরের সুনন্দা চক্রবর্তী।

শুক্রবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে এই পূজা অনুষ্ঠিত হবে।

সুনন্দা চক্রবর্তী নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাই স্কুল হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা।