বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন নারায়ণগঞ্জ দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়। জাননাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
প্রাক্তন শিক্ষার্থীরা বরেন, নিজের প্রাণের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে স্কুলজীবনের পুরোনো বন্ধু, বান্ধবী সঙ্গে দেখা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব একেবারে স্বার্থহীন। প্রাক্তনদের এ অনুষ্ঠানে ফিরে পাওয়া যায়। এর চাইতে আনন্দের পৃথিবীতে আর কিছু নেই।শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র আরাফাত আলম বলেন, শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ১ হাজার ৪৫০ জন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ৯৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানে প্রথম দিন প্রাক্তনদের জন্য এবং দ্বিতীয় দিন স্কুলের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘দেওভোগ হাজী উজির আলী স্কুল’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর হয় প্রতিষ্ঠানটি।