চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন শহরের সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ, শ্রী শ্রী গোপিনাথা মন্দির, নিতাইগঞ্জ শ্রীশ্রী বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
এসময়ে মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তাঁরা আরও বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে।
তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকছে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। আপনারা কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করবেন না। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, বাপ্পী সাহা, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।