ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে অটো রিক্সা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন আলহাজ্ব ফাইজুল ইসলাম। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ চন্দ্র দাসের চেয়ে ২০ হাজার ৬৫ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
শনিবার (৯ই মার্চ) সারাদিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট গ্রহন শুরু হয় সকাল আটটা থেকে চলে বিকাল চারটা পর্যন্ত।
ফাইজুল ইসলাম – অটোরিক্সা প্রতিকে পেয়েছেন ২০ হাজার ৮শত ৯৯ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ৪৫টি। যেখানে মোট ভোটার ১লাখ ২৩হাজার ৮১৪জন।
উপজেলা অফিসার ও রিটানিক কর্মকর্তা আফরোজা খাতুন জানান,প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। আমরা কখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি সুষ্ঠু সুন্দর ও অবাধ নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি।