সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ত‌নিয়া আক্তার (সিরাজ‌দিখান) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন গত ৫ বছর আগে মৃত্যুবরণ মোল্লাকান্দি গ্রামের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাগর।

 তারই স্মরণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট  ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহারদী চসুমউদ্দীনচর খেলার মাঠ সৈয়দ মেহেদী হাসান ও এলাকার যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। 

বালুচর বাজার বনিক সমিতির সভাপতি ও মৃত সৈয়দ সাগরের পিতা সৈয়দ আমির হোসেনের সভাপতিত্বে বাংলা টিভির প্রতিনিধি মোঃ মোস্তফার সঞ্চালনায় 

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ আলতাফ হো‌সেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শ‌হিদ বাউল, শেখ জ‌সিম আহম্মেদ, আক্তার হো‌সেন,  দীন ইসলাম, সু‌মি আলম, মোঃ মুক্তার হো‌সেন, লাট মিয়া, 

সৈয়দ আক্তার হো‌সেন, আব্দুর রব, হারুনু অর র‌সিদ, মিঠুন বাউল, শেখ শামসুলউদ্দিন, শেখ আলাউদ্দিন মাদবর, ফারুক বাউলসহ গুনীজনরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশঃ 01:18:30 pm, Tuesday, 24 September 2024

ত‌নিয়া আক্তার (সিরাজ‌দিখান) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন গত ৫ বছর আগে মৃত্যুবরণ মোল্লাকান্দি গ্রামের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাগর।

 তারই স্মরণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট  ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহারদী চসুমউদ্দীনচর খেলার মাঠ সৈয়দ মেহেদী হাসান ও এলাকার যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। 

বালুচর বাজার বনিক সমিতির সভাপতি ও মৃত সৈয়দ সাগরের পিতা সৈয়দ আমির হোসেনের সভাপতিত্বে বাংলা টিভির প্রতিনিধি মোঃ মোস্তফার সঞ্চালনায় 

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ আলতাফ হো‌সেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শ‌হিদ বাউল, শেখ জ‌সিম আহম্মেদ, আক্তার হো‌সেন,  দীন ইসলাম, সু‌মি আলম, মোঃ মুক্তার হো‌সেন, লাট মিয়া, 

সৈয়দ আক্তার হো‌সেন, আব্দুর রব, হারুনু অর র‌সিদ, মিঠুন বাউল, শেখ শামসুলউদ্দিন, শেখ আলাউদ্দিন মাদবর, ফারুক বাউলসহ গুনীজনরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।