শনি. সেপ্টে ২১, ২০২৪

সিরাজদিখানে জাল দলিলে জমি দখল চেষ্টা ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সিরাজদিখান মধ্যপারা ইউনিয়নের কাকালদি এলাকায় জাল দলিল সৃজন করে ভুয়া নামজারি দিয়ে জমি দখল চেষ্টা এবং হুমকি ধামকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইটালি প্রবাসী রুবেলের পরিবার।
১৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় কাকালদি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।রুবেল উদ্দিন প্রবাসে থাকায় সম্মেলনে তার ভাই নয়ন,রাছেল এবং শ্যালক সাজিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রবাসী রুবেল তার পিতা মোঃ খবির উদ্দিন হতে ওয়ারিশ এবং অনান্য ওয়ারিশগণ হতে মোট ২৮.৮৮ শতাংশ জমি মালিক হয়ে দোকান ঘর নির্মান করেন।অন্য দিকে তার ভগ্নিপতি বোনের ওয়ারিশ এবং অনান্য মালিকগণ হতে ক্রয় সুত্রে ২০.৪৩ শতক জমির মালিক হয়ে ভুয়া নামজারী এবং জাল দলিল সৃজন করে ৪২ শতাংশ জমির মালিকানা দাবি করে সম্পূর্ণ জমি তার দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছেন। জমির সকল অংশীদার হতে টাকা নিয়ে বালু ভরাট করেন মোঃ জাহাঙ্গীর। রুবেলের বোন হামিদা খাতুন ওরফে আলো আক্তার তার পাপ্য সম্পত্তি ২৪.৯৯ শতক হলেও স্বামী মোঃ জাহাঙ্গীর আলম কে ২৮.০৬ শতক জমি হেবা করে দেন।যা পাপ্য অংশের চেয়ে ৩.০৭ শতক বেশি।স্হানীয় ভুমি অফিসের সখ্যতায় ৩৪৬ দাগের ২৮.০৬ শতাংশ জমি নামজারি করেন।উক্ত নামজারীর বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধন মামলা দায়ের করেন যা চলমান।উক্ত
জাহাঙ্গীর সিরাজদিখান সাব রেজিষ্ট্রি অফিসের ৪৫৫৫ নং দলিলমুলে ৩৪৬ নং দাগের মোট ৬৬ শতক জমি দাবি করেন, কিন্তু তল্লাশি শেষে উক্ত জাহাঙ্গীর এর নামে কোন দলিল না পাওয়ায় ভুয়া দলিল তৈরি এবং জালিয়াতির অভিযোগে মুন্সিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন যা এখনো চলমান।উক্ত জমি দখল পেতে মরিয়া জাহাঙ্গীর বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন,এবং রাজনৈতিক কারনে লুকিয়ে থেকে তাদের দোষারোপ করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *