সৈয়দপুরে বস্তাবন্দী হাত-পা বাঁধা অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার সৈয়দপুরের কাঠপট্টি এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ২০ থেকে ২২ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল এবং কম্বল-কাপড় দিয়ে মোড়ানো লাশটি দু’টি বস্তায় ভরা ছিল। তরুণীর পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পিবিআই, সিআইডি আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।