নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৭৯৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার (২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
০১ মার্চ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ সহ মাদক ব্যবসায়ী সুমন মিয়া ওরফে অনিককে (২৭) গ্রেপ্তার করা হয়। অনিক রূপগঞ্জের গোলাকান্দাইলের মকবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।