রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে দুই সন্তানসহ পুড়ে মারা গেছেন পপি দাশ নামে এক নারী। তারা সবাই শান্তিনগরের বাসিন্দা। নিহত পপি দাশের মা বাসনার আহাজারি যেন থামছেই না। চিৎকার আর আর্তনাদ করে বলছেন, ‘বইমেলা থেইক্কা কাচ্চি খাইতে গেসিল আমার মা, আর আইলো না রে’।
পপির বোন ডলি দাশ বলেন, পপি প্রতি বছর তার বাচ্চাদের নিয়ে বইমেলায় যান। তার দুই সন্তান ১২ বছরের মেয়ে আর ৮ বছরের ছেলে। বৃহস্পতিবারও বইমেলা ঘুরে ‘কাচ্চি ভাইয়ে’ গিয়েছিলেন কাচ্চি খেতে। সেখান থেকে আর ফেরা হলো না তার এবং তার দুই সন্তানের। তারা সবাই এখন লাশ।
ডলি আরও বলেন, ভেতর থেকে মাকে পপি কল দিয়ে বলছিলেন, ‘মা ভেতরে অনেক আগুন। আমি বের হতে পারছি না।’ মা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে বেইলি রোড আসলে চোখের সামনে ভবনটি আগুনে পুড়তে দেখেন।