শনি. সেপ্টে ২১, ২০২৪

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

আজ শুক্রবার শুরু হচ্ছে হজ। মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের হজ কার্যক্রম।

তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের মিনায় নেয়া শুরু হবে। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজব্রত পালন করতে যাওয়া মুসল্লিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ। রোববার (১৬ জুন) পশু কোরবানি করবেন হাজি’রা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *