রবি. সেপ্টে ২২, ২০২৪

বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদ

দেশের আকাশে শুক্রবার (৭ জুন) পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (১৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছা উপজেলায় চাঁদ দেখা যায়। আবহাওয়ার কারণে চাঁদ দেখার সংবাদ জানাতে বিলম্ব হয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৬ জুন) জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বৃহস্পতিবার জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন (শনিবার) হবে আরাফার দিন।
এ দিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশে এখনো চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ্ব মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। তার মানে হলো এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।

বৃহস্পতিবার কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জিলহজ্বের চাঁদ দেখার চেষ্টা করা হলেও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৭ জুন দেশগুলোতে ঈদ উদযাপন করবেন মুসলিম নাগরিকরা।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করা হয়।

ইসলামি চন্দ্র মাসের হিসাবে ঈদুল আজহা জিলহজ্বের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ থেকে ১২ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *