ফটো সাংবা‌দিক এনামুলের মাতার মৃত্যুতে আজমেরী ওসমানের গভীর শোক

আজমেরী ওসমানের গভীর শোক

নারায়ণগঞ্জ জেলা ফ‌টো সাংবা‌দিক এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি এনামুল হক সি‌দ্দিকীর মাতার ইন্তেকা‌লে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ-৫ আস‌নের সা‌বেক এম‌পি প্রয়াত না‌সিম ওসমান এর পুত্র আগামীর রাজনী‌তির পথপ্রদর্শক আজ‌মেরী ওসমান।

শোকবার্তায় আজ‌মেরী ওসমান মরহুমার রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রেন এবং শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জানান।

প্রসঙ্গত, এনামুল হক সি‌দ্দিকীর মাতা জাহানারা বেগম (৭৮) শুক্রবার বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের সি‌টি লাইফ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রেন (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)। বাদ এশা ইসদাইর কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দে নামা‌জে জানাযা অনু‌ষ্ঠিত হওয়ার পর তা‌কে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থা‌নে দাফন করা হয়।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

ফটো সাংবা‌দিক এনামুলের মাতার মৃত্যুতে আজমেরী ওসমানের গভীর শোক

প্রকাশঃ 05:57:49 am, Saturday, 25 May 2024

নারায়ণগঞ্জ জেলা ফ‌টো সাংবা‌দিক এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি এনামুল হক সি‌দ্দিকীর মাতার ইন্তেকা‌লে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ-৫ আস‌নের সা‌বেক এম‌পি প্রয়াত না‌সিম ওসমান এর পুত্র আগামীর রাজনী‌তির পথপ্রদর্শক আজ‌মেরী ওসমান।

শোকবার্তায় আজ‌মেরী ওসমান মরহুমার রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রেন এবং শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জানান।

প্রসঙ্গত, এনামুল হক সি‌দ্দিকীর মাতা জাহানারা বেগম (৭৮) শুক্রবার বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের সি‌টি লাইফ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রেন (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)। বাদ এশা ইসদাইর কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দে নামা‌জে জানাযা অনু‌ষ্ঠিত হওয়ার পর তা‌কে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থা‌নে দাফন করা হয়।