শিক্ষার্থী সীমান্ত নিহতের প্রতিবাদ সভায় বক্তারা, আর কোনো মায়ের বুক খালি হতে দেবো না

টাইমস নারায়ণগঞ্জ :আর কোনো মায়ের বুক খালি হতে দেবো না, প্রশাসন যদি সক্রিয় হন, আমাদের বাধ্য করবেন না আবার মাঠে নামতে উল্লখিত কথাগুলো বলেছেন দেওভোগ যুবসমাজের ও ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জ স্থান এর বক্তারা।

বুধবার বেলা ১২টায় চাষাড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত  ছিনতাইকারীর ছুরি আঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সীমান্তের প্রতিবাদ সভায় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহব্বান জানান নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমনের জন‍্য।

ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জ স্থান ও দেওভোগ যুবসমাজ উদ্যোগে  চাষাড়া প্রেসক্লাবের সামনে ছিনতাইকারীর ছুরি আঘাতে নিহত সীমান্তের জন্য প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সভায় সভ্য উপস্থিত ছিলেন ফেরদৌস ওবায়েদ সুমন, সভাপতি বেপারী পাড়া সমাজ উন্নয়ন সংসদ,দেওভোগ যুবসমাজের সভাপতি মীর সজীব মাহমুদ,  সাধারণ সম্পাদকযুবায়ের ইসলাম পমেল, কোষাধ্যক্ষ, বি এম নাসিম, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন আকাশ , আরমান, শিমুল।

নারায়ণগঞ্জস্থান ফেইসবুক গ্রুপের শুভ সহ আরো অন্যান্য সদস্য। ডাইলপট্টি শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রহমান।  নিহত সিমান্তের বোন, আত্মীয় স্বজন।  ছাত্র সমন্বয়ক মুনা,জনসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ নেতা তরিকুল সুজন প্রমূখ।

ট্যাগ:

শিক্ষার্থী সীমান্ত নিহতের প্রতিবাদ সভায় বক্তারা, আর কোনো মায়ের বুক খালি হতে দেবো না

প্রকাশঃ 02:05:12 pm, Wednesday, 18 December 2024

টাইমস নারায়ণগঞ্জ :আর কোনো মায়ের বুক খালি হতে দেবো না, প্রশাসন যদি সক্রিয় হন, আমাদের বাধ্য করবেন না আবার মাঠে নামতে উল্লখিত কথাগুলো বলেছেন দেওভোগ যুবসমাজের ও ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জ স্থান এর বক্তারা।

বুধবার বেলা ১২টায় চাষাড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত  ছিনতাইকারীর ছুরি আঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সীমান্তের প্রতিবাদ সভায় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহব্বান জানান নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমনের জন‍্য।

ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জ স্থান ও দেওভোগ যুবসমাজ উদ্যোগে  চাষাড়া প্রেসক্লাবের সামনে ছিনতাইকারীর ছুরি আঘাতে নিহত সীমান্তের জন্য প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সভায় সভ্য উপস্থিত ছিলেন ফেরদৌস ওবায়েদ সুমন, সভাপতি বেপারী পাড়া সমাজ উন্নয়ন সংসদ,দেওভোগ যুবসমাজের সভাপতি মীর সজীব মাহমুদ,  সাধারণ সম্পাদকযুবায়ের ইসলাম পমেল, কোষাধ্যক্ষ, বি এম নাসিম, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন আকাশ , আরমান, শিমুল।

নারায়ণগঞ্জস্থান ফেইসবুক গ্রুপের শুভ সহ আরো অন্যান্য সদস্য। ডাইলপট্টি শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রহমান।  নিহত সিমান্তের বোন, আত্মীয় স্বজন।  ছাত্র সমন্বয়ক মুনা,জনসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ নেতা তরিকুল সুজন প্রমূখ।